গৌরবময় ফিরেদেখা
সিলেট বাইকিং কমিউনিটি মূলত একটি পাবলিক গ্রুপ। এই গ্রুপের উদ্দেশ্য বৃহত্তর সিলেট বিভাগ (সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ ও সুনামগঞ্জ) সহ সারা বাংলাদেশের বাইকারদের মধ্যে ভাতৃত্ব সৃষ্টি করা। এখানে সবাই যার যার মতো সৃজনশীল পোষ্ট দিতে পারেন। এই গ্রুপে প্রত্যেকটি পোষ্ট সতন্ত্র এবং এর সাথে সিলেট বাইকিং কমিউনিটির এ্যাডমিন প্যানেলের কোন সম্পর্ক নাই। কারণ প্রত্যেকটি পোষ্ট যার যার আইডি থেকেই করা হয়।
আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য
-
সিলেট বিভাগের সকল আকর্ষণীয় স্থান সমূহ খূঁজে বের করে ভ্রমণে উৎসাহিত করা।
-
দেশ-বিদেশের ভ্রমণ পিপাসু বাইকার ভাই/বোনদের সিলেট ভ্রমণে উৎসাহিত করা।
-
অন্য কোন জেলার বাইকার ভাই/বোন সিলেট ভ্রমনে আসলে তাদের সময় দেয়া, গাইড দেয়া ও তাদের নিরাপদে ভ্রমণ করার প্রয়োজনীয় সাহায্য দেয়া।
-
ভাতৃত্বপূর্ণ ব্যবহারের মাধ্যমে নিজেকে উপস্থাপন করা।
-
মটর সাইকেল চালানোর সকল প্রকার নিয়ম-কানুন ও সরকারী বিধি নিষেধ মেনে মটরযান পরিচালনা করা।
-
নিরাপত্তা সামগ্রী (হেলমেট, বুট, গ্লাবস, সেফটি জ্যাকেট, এলবো গার্ড ও নি-গার্ড ) পরিধান করে নিজে গাড়ি চালানো এবং অপরকে উৎসাহিত করা।
-
বাইকার ভাই/বোনদের বিপদে এগিয়ে আসা ও নিজ-নিজ অবস্থান থেকে যথাসম্ভব সাহায্য করা।