আমাদের সম্পর্কে
গৌরবময় ফিরেদেখা,
বাইকিং গ্রুপ বা কমিউনিটির নাম শুনলে অনেকেই ভাবেন তাদের কাজ শুধু মোটরসাইকেল নিয়ে ঘুরাঘুরি। কিন্তু সিলেট বাইকিং কমিউনিটি সেই ধারনা থেকে অনেকটা পথ এগিয়ে, আসুন জেনে নিই ২০১৮ সালের ৩০শে অক্টোবর থেকে এই পর্যন্ত সিলেট বাইকিং কমিউনিটির উল্লেখযোগ্য অর্জনগুলো:
- মূলত সিলেট অঞ্চলসহ সারা বাংলাদেশের বাইকারদের মধ্যে ভাতৃত্ব সৃষ্টি করা ও সারা বাংলাদেশের পর্যটন সম্ভাবনাকে বিশ্বের দরবারে উন্মুক্ত করাই ছিলো সিলেট বাইকিং কমিউনিটির লক্ষ্য ।মূলত সিলেট অঞ্চলসহ সারা বাংলাদেশের বাইকারদের মধ্যে ভাতৃত্ব সৃষ্টি করা ও সারা বাংলাদেশের পর্যটন সম্ভাবনাকে বিশ্বের দরবারে উন্মুক্ত করাই ছিলো সিলেট বাইকিং কমিউনিটির লক্ষ্য ।
- সিলেটের বাইকারদের মধ্যে ট্রাফিক আইন-কানুন মানার প্রবণতা, বাইকারদের সেফটি সম্পর্কে সচেতনতা ও রেগুলার টিমমেটদের মধ্যে শতভাগ হেলমেট পরিধানের বাধ্যতামুলক নিয়ম এবং সিংগেল লাইনে সুশৃঙ্খল ট্যুর পরিচালনা করে আসছে।
- তাছাড়া বৃক্ষ রোপন, পরিবেশ রক্ষায় পর্যটন স্পট সমূহ পরিস্কার রাখা, সচেতনতামূলক লিফলেট বিতরন ইত্যাদি কার্যক্রম অব্যাহত রেখেছে।
- দেশ- বিদেশের বাইকারদের সাথে আন্তরিকতা রক্ষা, সিলেটে এসে কোন প্রকার হয়রানীর স্বিকার না হওয়া এবং সর্বাপেরী অতিথেয়তার মাধ্যমে টিম এসবিসির মেম্বাররা প্রমান করেছে সিলেটের মানুষ অত্যান্ত অতিথিপরায়ন।
- পবিত্র রমজান মাসে ইফতার, ঈদে ঈদ উপহার ও করোনা কালীন সময়ে সুবিধাবঞ্চিত অসহায় মানুষদের মধ্যে আর্থিক সাহায্য ও খাদ্য সামগ্রী বিতরন করেছে টিম এসবিসির মেম্বাররা।
- ২০১৯ সালে শাহজালাল ভার্সিটির ভর্তি পরিক্ষার জন্য আগত ছাত্রছাত্রীদের সারাদিন ব্যাপী প্রায় ২০০ জন বাইকার বিনামূল্যে রাইড শেয়ার করে বিভিন্ন কেন্দ্রে পৌছে দিয়েছে।
- সাপ্তাহিক বা মাসিক গ্রুপ রাইডে যথাযথ সেফটি ও রাইডিং নিয়ম এবং কঠোর নির্দেশনা মেনে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে নিরাপদে ভ্রমন করে আসছে।
- নগরীর বিভিন্ন স্থানের অদৃশ্যমান স্পিড ব্রেকার মার্কিং এবং সিলেট-তামাবিল ও ঢাকা-সিলেট মহাসড়কের বিভিন্ন স্থানে সতর্কতা মূলক সাইনবোর্ড স্থাপন করেছে।
- জরুরী রক্তের প্রয়োজনে গ্রুপের মেম্বাররা নিজে রক্ত দান ও রক্ত সংগ্রহে সাহায্য এবং বিনামূল্যে রক্ত দাতাকে গন্তব্যে পৌঁছে দিয়েছে।
অদ্যবদি নিঃস্বার্থ ভাবে সিলেট বাইকিং কমিউনিটি পরিবারের মেম্বাররা ভ্রমনের পাশাপাশি সামাজিক কাজ ও মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। এই পরিবারের প্রত্যেকটা সদস্য নিবেদিত ও উদার। ইনশাআল্লাহ পূর্বের ন্যায় ভবিষ্যৎ দিনগুলোতেও আমরা কাঁধে কাঁধ মিলিয়ে ভ্রমনের পাশাপাশি সামাজিক কাজ উপহার দিবো ।