সিলেটে বন্য পরিস্থিতি অবনতির দিকে
এমন পরিস্থিতিতে বাইকারদের জন্য কয়েকটা টিপস
👉 বন্যার পানির জন্য অধিকাংশ রাস্তা এখন পানির নিচে রাস্তায় খাদ, গর্ত থাকতে পারে তাই যথাসম্ভব পরিচিত রাস্তা ছাড়া রাইড করা থেকে বিরত থাকুন।
👉 প্লাবিত রাস্তায় একান্তই রাইডের ক্ষেত্রে নির্দিষ্ট গিয়ারে রেখে গাড়ির এক্সেলেটর লক করে রাখুন। এক্সেলেটর ছেড়ে দিলেই সাইলেন্সর দিয়ে পানি ঢুকার আশংকা থাকবে।
👉 মনে রাখবেন গাড়ির এয়ারফিল্টারের মুখ পানিতে না ডুবা পর্যন্ত আপনি গাড়ি চালাতে পারবেন।
👉 উপরোক্ত পদ্ধতিগুলে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে নেয়া, অন্যকোন মতের সাথে অমিল থাকতে পারে তাই কেউ ইচ্ছা করে দেখার চেষ্টা করবেন না ।
👉 তাছাড়া সবসময় রাস্তায় একে অপরের সহযোগীতা করবেন
#Happy_Biking
#TeamSBC
#CAPTAINSYLHET