Sign In

Register

News Details

logo

০৫ই আগষ্ট শ্রীমঙ্গল ট্যুর

ট্যুর 😍 ট্যুর 😍 ট্যুর 😍
🚩 গরীবের তিন্দু/বান্দরবন  👉 শ্রীমঙ্গল 
🚩ঝাউ বন, আগুনটিলা, নিরালাপুঞ্জি 🥰
______________________________________
👉 তারিখঃ শুক্রবার ০৫/০৮/২০২২ খ্রিঃ 
উপস্থিত টাইম সকাল ০৮:০০ ঘটিকায়।
👉 উপস্থিত থাকতে হবে - মেন্দিবাগ, রোজভিউ পয়েন্ট, সিলেট।

যারা অংশগ্রহণ করছেন তারা অবশ্যই স্বাস্থ্য বিধি মেনে 
👉হেলমেট ও সেফটি গিয়ার পরিধান করতে হবে।
👉 পিলিয়ন হিসাবে কেউ অংশগ্রহন করলে তাকেও অবশ্যই হেলমেট ও সম্ভব হলে সেফটি গিয়ার পরতে হবে।
👉 বৃষ্টির দিন তাই রেইনকোর্ট সাথে রাখবেন 
👉 নির্দিষ্ট সময়ের মধ্যে উল্লেখিত স্থানে উপস্থিত থাকতে হবে।
👉 যাওয়া-আসা আনুমানিক ২২০ কিমি: +- হতে পারে সুতরাং গাড়ীতে পর্যাপ্ত পরিমাণ জ্বালানি থাকতে হবে।
👉 জনপ্রতি খাওয়া-দাওয়া বাবদ ২৫০/- টাকা মিট পয়েন্টে উপস্থিত হয়েই প্রদান করতে হবে।
👉 ট্যুরটি উপভোগের জন্য সব সময় রাইডিং নিয়ম-শৃঙ্খলা মান্য করতে হবে।
👉 রাস্তায় কোন প্রকার হুড়োহুড়ি, গতি-টেষ্ট বা নিয়ম ভেঙ্গে ওভারটেকিং করা যাবেনা।
👉 বাউলা বাউলি পরিহার করতে হবে।
👉 টিম লিডারের নির্দেশনা অনুযায়ী সারিবদ্ধভাবে চলতে হবে, থামতে হবে এবং পরিচালনা করতে হবে। 
👉 কোন স্থানে গিয়ে অতিরিক্ত চেচাঁমেচি বা দৃষ্টি-কটু কোন কাজ করা যাবেনা।
👉 বিস্তারিত সরাসরি বলা হবে। 
👉 আল্লাহ আমাদের সহায় হোন।
বিঃদ্রঃ এই  ট্যুর যার যার স্ব-ইচ্ছা কিংবা নিজস্বার্থতায় যাওয়া হচ্ছে। গ্রুপের কোন দায়বদ্ধতা নেই।
বিস্তারিত জানতেঃ বাবলু ভাই +880 17 0380 9809

Back to top