Sign In

Register

Registration

logo

Before registration, please read our "Terms and Conditions"

১) সিলেট বাইকিং কমিউনিটির সদস্যরা ট্রাফিক আইন মেনে ও সর্বদা হেলমেট পরে বাইক রাইডের বিষয়ে সতর্ক থাকতে হবে।
২) সদস্যরা সিলেট বাইকিং কমিউনিটির সাথে ট্যুর, সামাজিক কাজ, অর্পিত দায়িত্ব এবং বাইকারদের সহযোগিতার মনোভাব থাকতে হবে।
সড়ক দুর্ঘটনজনীত সাহায্যের জন্য শর্তাবলিঃ
১) সিলেট বাইকিং কমিউনিটির রেজিস্ট্রার্ড মেম্বার হতে হবে এবং সদস্যপদের মেয়াদ কমপক্ষে ০৬ মাসের অধিক হতে হবে।
২) দূর্ঘটনাকালে হেলমেট পরিহিত থাকতে হবে।
৩) মাত্রাতিরিক্ত গতীতে দূর্ঘটনার জন্য সাহায্যের আবেদন করা যাবেনা।
৪) যথাযথ সেফটি ব্যাতিত স্টান্ট করতে গিয়ে দূর্ঘটনা ঘটলে সাহায্যের আবেদন করা যাবেনা।
৫) সাহায্যের আবেদনকারীর ড্রাইভিং লাইসেন্স ও গাড়ীর বৈধ কাগজপত্র থাকতে হবে।
শারীরিক চিকিৎসাজনীত সাহায্যের জন্য শর্তাবলিঃ
১) সিলেট বাইকিং কমিউনিটির রেজিস্ট্রার্ড মেম্বার হতে হবে এবং সদস্যপদের মেয়াদ কমপক্ষে ০৬ মাসের অধিক হতে হবে।
২) নিজের ৫০,০০০/- টাকার তদূর্ধ চিকিৎসার জন্য সাহায্যের আবেদন করা যাবে।
৩) নিজ পিতা-মাতা ও স্ত্রী সন্তানের চিকিৎসার জন্য ৫০,০০০/- টাকার তদূর্ধ চিকিৎসার জন্য সাহায্যের আবেদন করা যাবে।
উল্লেখ যে,
১) বিবিধ সাহায্যের জন্য সিলেট বাইকিং কমিউনিটির এডমিন প্যানেল সকল প্রকার আবেদন নিবেদন গ্রহণ/বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করবেন৷
২) সাহায্য প্রদানের ক্ষেত্রে মেম্বারদের মতামত ভোটের মাধ্যমে গ্রহণ করা হবে।
৩) জরুরী কোন সাহায্যের জন্য সিলেট বাইকিং কমিউনিটির এডমিন প্যানেল তাৎক্ষনিক সিদ্ধান্ত নিতে পারবেন৷

উল্লেখ্য যে, উপরোক্ত নিয়ম-কানুন অমান্য করলে কিংবা সিলেট বাইকিং কমিউনিটির সুনাম ক্ষুন্ন ও রাষ্ট্র ও সরকার বিরোধী কোন কাজ করলে যেকোন সময় আপনার সদস্যপদ বাতিল বলে গন্য হবে।

Already Have An Account? Sign In

Back to top